হিসাব বহির্ভূত আয়ের জন্য ধার্য কর দেওয়ার আগেই উধাও ব্যবসায়ী

বিষয়টি বিশ্বাসযোগ্য না হলেও এটাই সত্যি। নোট বাতিল ও সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাশ কারানো সংশোধীত আয়কর আইনের চাপে পড়েই একের পর এক কালোটাকা ধারীরা নিজেদের আয়ের বিস্তারিত জমা দিচ্ছেন।

Updated By: Dec 2, 2016, 08:16 PM IST
হিসাব বহির্ভূত আয়ের জন্য ধার্য কর দেওয়ার আগেই উধাও ব্যবসায়ী

ওয়েব ডেস্ক : বিষয়টি বিশ্বাসযোগ্য না হলেও এটাই সত্যি। নোট বাতিল ও সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাশ কারানো সংশোধীত আয়কর আইনের চাপে পড়েই একের পর এক কালোটাকা ধারীরা নিজেদের আয়ের বিস্তারিত জমা দিচ্ছেন।

কিন্তু গুজরাটের এই ব্যবসায়ী যা করলেন তাতে একপ্রকার সকলের চক্ষু চরকগাছ। নিজের হিসাব বর্হিভূত আয়ের হিসেব দিলেন জমা দিলেন আয়কর দফতরে। সেখানে জমা দেওয়া তাঁর আয়ের পরিমাণ ১৩ হাজার ৮৬০কোটি টাকা। আর এর জন্য তাঁকে কর বাবদ দিতে হবে ৪হাজার ৫০০ কোটি টাকা। গত ৩০ নভেম্বর সেই করের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল।

কিন্তু, অদ্ভূতভাবে আজ সকাল থেকে মহেশ শাহ নামে ওই ব্যবসায়ীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আয়কর দফতরের পক্ষ থেকে তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

.