`ও মা, একবার তাকাও না`, হস্তিশাবকের ভিডিওটি চোখে জল আনবেই
`ও মা, একবার তাকাও না। কি হল সাড়া দিচ্ছ না কেন? কথা বল না!` মুখে নয়, ছোট্ট শিশুটি তার মন দিয়ে বলছে এ কথা। বলছে তার হাবেভাবে। অবুঝ অবোধ মন কিছুতেই মানতে চাইছে না চরম সত্যিটা। সে শুধু মায়ের কাছে থাকতে চায়। অন্যদিনের মত সেদিনও মায়ের সঙ্গে ঘুরতে চায় ওই হস্তিশাবক।
ওয়েব ডেস্ক : "ও মা, একবার তাকাও না। কি হল সাড়া দিচ্ছ না কেন? কথা বল না!" মুখে নয়, ছোট্ট শিশুটি তার মন দিয়ে বলছে এ কথা। বলছে তার হাবেভাবে। অবুঝ অবোধ মন কিছুতেই মানতে চাইছে না চরম সত্যিটা। সে শুধু মায়ের কাছে থাকতে চায়। অন্যদিনের মত সেদিনও মায়ের সঙ্গে ঘুরতে চায় ওই হস্তিশাবক।
ঘটনাটি ঘটেছে অসমের শোনিতপুর জেলায়। একটি গর্তের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হয় মা হাতির। বনকর্মীরা আসে সেই মৃতদেহ সরিয়ে নিয়ে যেতে। তখনই তারা দেখেন এই দৃশ্য। মায়ের নিথর দেহের কাছে ঘুরঘুর করছে হস্তিশাবকটি। বার বার করে শুঁড় দিয়ে মা-কে ডেকে তোলার চেষ্টা করে যাচ্ছে। এদিকে এই পরিস্থিতিতে বনকর্মীরা বেশ বেগ পায় মা হাতির মৃতদেহটি উদ্ধার করতে। দেখুন ভিডিওটি,