দাবানলের পর মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে, বন্ধ হল বদ্রীনাথ হাইওয়ে
দাবানলের পর এবার মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের চামোলিতে মেঘভাঙা বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল বদ্রীনাথ হাইওয়ে। তবে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।
ওয়েব ডেস্ক : দাবানলের পর এবার মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের চামোলিতে মেঘভাঙা বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল বদ্রীনাথ হাইওয়ে। তবে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।
আজ সকালে চামোলির থারালি তহসিল এলাকায় আচমকাই মেঘভাঙা বৃষ্টি নামে। প্রবল বৃষ্টির ফলে গোটা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়ি জলের তলায়। অনেক গাড়ি জলের তোড়ে ভেসে গেছে। উদ্ধারকাজ চলছে পুরোদমে। ধস নেমে বন্ধ হয়ে গেছে ৫৮ নম্বর জাতীয় সড়ক বা বদ্রীনাথ হাইওয়ে। ধস সরানোর কাজ শুরু হয়েছে। দুর্গত পরিবারগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে, নাগাড়ে বৃষ্টির জন্য বাধা পাচ্ছে উদ্ধার ও ত্রাণকাজ। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।