নিজস্ব প্রতিবেদন: বজরং দল কর্মীর খুনের ঘটনায় উত্তজনা বাড়ছে কর্ণাটকের শিবমোগ্গা জেলায়। কার্ফুর মেয়াদ আরও দু'দিন বাড়িয়ে দিল জেলা প্রশাসন। বন্ধ রাখা হচ্ছে স্কুলও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল রাত নটা নাগাদ শিবমোগ্গা জেলায় খুন হন বজরং দল কর্মী হর্ষ(২৮)। পুলিস সূত্রে খবর, শিবমোগ্গার ভারতী কলোনিতে ছুরিকাঘাতে খুন হন হর্ষ। কেন এই খুন তার কোনও সূত্র পুলিসের কাছে এখনও নেই। তবে ওই ঘটনার পর বজরং(Bajrang Dal) দলের কর্মীরা রাস্তায় নেমে ভাংচুর করেছেন। সম্প্রতি হিজাব(Hijab Row) বিতর্ক উত্তাল হয়েছিল শিবমোগ্গা জেলা। তার পর ফের এক ঘটনা।


শিবমোগ্গা জেলার ডিসি ডা শিবমনি আর সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'জেলায় আরও ২ দিন কার্ফু বলবত থাকবে। সকালে ৬-৯টা পর্যন্ত বাইরে বের হওয়া যাবে। জেলার সব স্কুল-কলেজও বন্ধ থাকবে।'


বজরং দলের কর্মী খুনের ঘটনায় এখনওপর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিস। আরও ১২ জনকে ওই ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগে জেরা করছে পুলিস। খুনের ঘটনায় জড়িতদের সনাক্ত করা হয়েছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে দাবি করেছে পুলিস। 


ওই ঘটনার পর গোটা শিবমোগ্গাতেই(Shivamogga) হিংসা ছড়িয়ে পড়ে। পাথর ছোড়া, দোকানপাট আগুন দেওয়া, ভাঙচুর শুরু হয়ে যায় শহরে। সোমবার বজরং দল কর্মী হর্ষের শেষকৃত্য সম্পন্ন হয়। সেদিনও শহরজুড়ে ভাঙচুর করেছে জনতা। ভাঙা হয় বেশকিছু বাইক। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিসকর্মী ও সাংবাদিক। কোথায় লাঠিচার্জ করে, কোথাও শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি আয়ত্বে আনার চেষ্টা করছে পুলিস। ও কেন্দ্রীয় বাহিনী। খুনের ঘটনার পর শহরে মোট ১৪টি জায়গায় হাঙ্গামার খবর পাওয়া গিয়েছে। 


আরও পড়ুন-গ্রিল মিস্ত্রির সঙ্গে 'বন্ধুত্ব', বাংলাদেশে পালিয়ে চরম 'মাসুল' দিল নাবালিকা; অবশেষে স্বস্তি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)