জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেহা কক্কর, টাইগার শ্রফ থেকে শুরু করে পাকিস্তানি গায়ক আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, আলি পাইথন, বিশাল দাদলানি, এলি আব্রাম, ভারতী সিং, সানি লিওন, ভাগ্যশ্রী, খুশি, কীর্তি খারবান্দা, নুসরত ভারুচা, কৃষ্ণা অভিষেক সহ একাধিক তারকার নাম জড়িয়েছে মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে(Mahadev Betting App)। ২৫০ কোটির দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁদের। এবার সেই তালিকায় নাম জড়াল বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের(Shakib Al Hasan) বোন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-TMC Candidate List: তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক! থাকতে পারেন শাহরুখঘনিষ্ঠ তারকা, বলিউডের নায়িকা, বিশ্বজয়ী ক্রিকেটার...


সারাদেশ জুড়েই মহাদেব বেটিং অ্যাপকাণ্ড নিয়ে তোলপাড় চলছে, নাম জড়িয়েছে বহু তারকার। তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এবার সেই তদন্তে ওঠে এসেছে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের নাম। এই বেটিং অ্যাপকাণ্ডের তদন্তে গ্রেফতার করা হয়েছে দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানিকে।


সেই গ্রেফতারি থেকেই উঠে এসেছে নয়া তথ্য। সুরুজ চোখানি বাংলাদেশের একটি বেটিং অ্যাপে বিনিয়োগ করেন। ইডির জেরারা মুখে এই সুরুজই নাকি সাকিব আল হাসানের বোনের নাম প্রকাশ্যে নিয়ে এসেছেন। তার দাবি, সেই বিনিয়োগেই বড় অংশীদারিত্ব ছিল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের বোন জান্নাতুল হাসানের।  গত বছর মহাদেব বেটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ পায় ইডি। সেই ঘটনার এরই মধ্যে তদন্তে ভারতের অনেক রথী-মহারথীর নাম ওঠে আসে।


আরও পড়ুন- TMC Brigade 2024: বঙ্গ রাজনীতির সুপার সানডে! জেলা থেকে ব্রিগেডের পথে কর্মী-সমর্থকরা


প্রসঙ্গত স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। দুই বছর আগে বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনিও। পরে সেখান থেকে সরে এসেছিলেন সাকিব। এবার তাঁর বোনের এই বেটিং অ্যাপ কাণ্ডে জড়িয়ে পড়ায় আবারও আলোচনায় সাকিব। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)