ওয়েব ডেস্ক : তাজ্জব ঘটনা! জাল নোট জমা দিতে এসে ধরা পড়ল কি না 'ব্যাঙ্ক অফিসারেরই ছেলে'। আর ছেলে বলল, এই টাকা তার বাবার। আপাতত সুমিত নামে ওই যুবক পুলিসের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলাও।


৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকেই ব্যাঙ্কে ব্যাঙ্কে গ্রাহকদের উপছে পড়া ভিড়। আয়কর দফতর থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, কোনও অ্যাকাউন্টে যদি আড়াই লাখের বেশি টাকা জমা পড়ে, তাহলে তা তদন্ত করে দেখা হবে। এরইমধ্যে ওড়িশার খুরদায় SBI শাখায় আড়াই লাখ টাকা জমা দিতে আসেন সুমিত টুডু। তখনই তাঁর জমা দেওয়া টাকার বান্ডিলে প্রায় ৪৭ হাজার টাকার জাল নোট ধরা পড়ে।