নিজস্ব প্রতিবেদন: আগামী মাসে ব্যাঙ্কিং পরিষেবা যে ক'দিন বন্ধ থাকবে তা জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশ জুড়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন পরবে ছুটি থাকছে ব্যাঙ্কে। যদিও এ-ও ঠিক, সব ব্যাঙ্কই সব পরবে ছুটি ঘোষণা করে না। তবে সব মিলিয়ে আগামী মার্চে মোট ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কিং পরিষেবা। 


Reserve Bank of India ব্যাঙ্কের ছুটি গুলি তিনটি ক্যাটাগরিতে দিচ্ছে। 'নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট' (Holiday under Negotiable Instruments Act), 'নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অ্যান্ড রিয়াল টাইম গ্রস সেটলমেন্ট' (Holiday under Negotiable Instruments Act and Real Time Gross Settlement Holiday) এবং 'ব্য়াঙ্ক ক্লোজিং অফ অ্যাকাউন্টস' (Banks: Closing of Accounts)।


আরও পড়ুন: মহাকাশ যুদ্ধে China-কে টক্কর দিতে প্রস্তুতি শুরু India-র


এসব নিয়মের কূটকচালি আপাতত থাক। বরং জেনে নিন মার্চে কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক--


১. চাপচার কুট (Chapchar Kut) : ৫ মার্চ


২. মহাশিবরাত্রি (Mahashivratri) : ১১ মার্চ


৩. বিহার দিবস (Bihar Divas) : ২২ মার্চ


৪. হোলি (Holin, 2nd Day)/ধুলেটি (Dhuleti)/ইয়াওসাঙ্গ (Yaosang 2nd Day) : ২৯ মার্চ


৫. হোলি (Holi) : ৩০ মার্চ


অতএব, আগামী মাসে ব্যাঙ্কের কী কী কাজ আপনার আছে এবং সেগুলি কবে কবে সেরে ফেলতে পারবেন, এ সংক্রান্ত আপনার প্ল্যানটি আপনি করে নিন।


আরও পড়ুন: আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম