হোলি পার্টির পর রকির খুব কাছে হিনা, প্রকাশ্যে অভিনেত্রীর ঘনিষ্ঠ ছবি

হ্যাকড-এর পর হিনা খানের হাতে অন্য কোন সিনেমা রয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি 

Edited By: জয়িতা বসু | Updated By: Mar 11, 2020, 05:04 PM IST
হোলি পার্টির পর রকির খুব কাছে হিনা, প্রকাশ্যে অভিনেত্রীর ঘনিষ্ঠ ছবি

নিজস্ব প্রতিবেদন: সবে সবে শেষ হল রঙের উতসব। ফলে তার রেশ এখনও কাটেনি। রঙের উতসব শেষের পর এবার তার ছবি শেয়ার করলেন হিনা খান। যেখানে হিনা খানের সঙ্গে রকি জয়সওয়ালের ঘনিষ্ঠ ছবি দেখা যাচ্ছে। শুধু হোলির ছবি নয়, রঙের উতসব শেষের পর সেই রেশ না কাটা অবস্থায়, কেমন অনুভূতি হয়েছিল, সেই ছবিও শেয়ার করেন হিনা।

আরও পড়ুন :  লাইট, ক্যামেরা থেকে ছুটি; স্বামী, পরিবারকে কাছে পেতে গুয়াহাটিতে কাটছে দিন অঙ্কিতার
যেখানে দেখা যাচ্ছে, হোলি পার্টির পর রকির সঙ্গে একান্তে সময় কাটাতে শুরু করেছেন হিনা এবং রকি। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেন হিনা খান এবং রকি জয়সওয়াল।
দেখুন সেই ছবি... (সংগৃহীত)


এদিকে সবে সবে মুক্তি পেয়েছে হিনা খানের প্রথম সিনেমা হ্যাকড। পরিচালক বিক্রম ভাটের হাত ধরে এই প্রথম বলিউডে পা রাখলেন হিনা। ফলে এই মুহূর্তে যে তাঁর বিয়ে করার কোনও পরিকল্পনা নেই, তা স্পষ্ট করে দেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

তিনি বলেন, বলিউডে সবে পা রেখেছেন। তাই এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবতে চান না। আরও কয়েকদিন কাটুক। তারপরই বিয়ে নিয়ে ভাবনাচিন্তা করবেন বলে স্পষ্ট জানান হিনা খান।

.