নিজস্ব প্রতিবেদন: ফেক-ভীতি থাবা বসাল রেজাল্টেও!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফেক রেটিংয়ের হাত থেকে প্রকৃত পারফর্ম্যান্সকে আলাদা করার জন্য নিজেদের সিস্টেম আরও সুরক্ষিত করবে দেশের রেটিং এজেন্সি 'ব্রডকাস্ট অডিয়েন্স  রিসার্চ কাউন্সিল' (বার্ক)। ফলে আগামী তিন মাসের জন্য নিউজ চ্যানেলগুলি নিয়ে কোনও সাপ্তাহিক রেটিং তারা জানাতে পারবে না বলে জানিয়েছে।  


সংস্কারের কাজটা করতে মোটামুটি ৮-১২ সপ্তাহ মতো লাগবে বলে 'বার্কে'র টেকনিক্যাল টিমের ধারণা। পরবর্তী সময়ে তারা রাজ্য ও ভাষা ভিত্তিতে নিউজ চ্যানেল নিয়ে তাদের রেটিং প্রকাশ করবে।


আরও পড়ুন:  গত বছরের তুলনায় 'বড়লোক' হলেন মোদী, সম্পত্তি কমল অমিতের