নিজস্ব প্রতিবেদন: টানা চারদিন ধরে নিখোঁজ ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের এক বিজ্ঞানী। বিরল ধাতু নিয়ে গবেষণারত ২৪ বছরের ওই বিজ্ঞানীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না গত চারদিন। জানাল কর্ণাটক পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নামেই এনডিএ সরকার, রামবিলাসের মৃত্যুর পর মোদী মন্ত্রিসভায় মাত্র একজন অবিজেপি সদস্য


গাল্লা অভিষেক রেড্ডি নামে ওই বিজ্ঞানী থাকতেন মাইসুরুর নিউ জনতা কলোনীতে। পুলিস জানিয়েছে, এক বছর আগে চাকরি পেয়ে অন্ধ্রের চিত্তুর জেলা থেকে বার্কে কাজে যোগ দিয়েছিলেন অভিষেক। জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন গাল্লা। সেক্ষেত্রে নিজেই কোথাও চলে যেতে পারেন।


আরও পড়ুন-অষ্টম শ্রেণি পাস যোগ্যতার 'বন সহায়ক পদে' চাকরির জন্য আবেদন ইঞ্জিনিয়ার, ডক্টরেট সহ উচ্চশিক্ষিতদের!


প্রতিবেশীরা পুলিসকে জানিয়েছেন, গত ৬ অক্টোবর বিকেলে তাঁকে বাইক চড়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। সম্প্রতি তাঁর বাবা-মার মৃত্যু হয়েছে। ফলে ঘরে একাই থাকছিলেন অভিষেক।