নিজস্ব প্রতিবেদন: টানা ৪ ঘণ্টার চেষ্টার উদ্ধার হল ভাল্লুক। বনকর্মীদের দেওয়া মই ধরে কুঁয়ো থেকে উঠে এল নাদুস এক ভাল্লুক। সেই ভিডিয়ো এখন ভাইরাল নেট দুনিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন-ভারতের ভৃখণ্ড নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করল নেপাল, দ্বন্দ্ব এবার তুঙ্গে



খাবারের সন্ধানে বেরিয়ে মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলায় সালেকাসা রেঞ্জের একটি জায়গায় কুঁয়োর মধ্যে পড়ে যায় দুটি ভাল্লুক। টহল দিতে বেরিয়ে তা নজরে পড়ে যায় বনকর্মীদের। তার পরেই তাঁরা ওই দুই ভাল্লুকে উদ্ধার অভিযানে নামেন।


বনদফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, টানা ৪ ঘণ্টার অপারেশনে উদ্ধার করা হয় ভাল্লুক দুটিকে। বহু লোক জড়ো হয়ে যাওয়ায় উদ্ধারে দেরি হয়ে যায়। কুঁয়ো থেকে তোলার পর ভাল্লুক দুটিকে বনে ছেড়ে দেওয়া হয়।


পড়ুন-পিটিএস গিয়ে কলকাতা পুলিসের কমব্যাট বাহিনীর ক্ষোভের কথা জানলেন মুখ্যমন্ত্রী


বন আধিকারিক সুশান্ত নন্দা ভাল্লুক উদ্ধারের সেই ভিডিয়ো শেয়ার করেছেন টুইটারে। লিখেছেন, করোনার প্রকোপ ও আমফানের ভ্রুকূটির মধ্যেও এটা একটা ভালো খবর। একটি দড়ির মই কুঁয়োতে নামিয়ে দেওয়া হয়। সেটি ধরেই উঠে আসে একটি ভাল্লুক।