নিজস্ব প্রতিবেদন: কালো টাকা ও বেনামি সম্পত্তির খোঁজ দিতে পারলে পুরস্কার দেবে আয়কর বিভাগ। এই প্রকল্পে আয়কর দফতরে খবর দিলেই মিলবে পাঁচ কোটি টাকা। কারও বিদেশে গচ্ছিত সম্পত্তির খোঁজ দিতে পারলে মিলবে আরও বেশি আর্থিকমূল্যের পুরস্কার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাধারণ নাগরিকদের উত্সাহ দিতেই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়কর দফতর। তারা মনে করছে, বড় আর্থিক মূল্যের পুরস্কারের জন্য সাধারণ মানুষের কাছ থেকে খবর মিলবে। কালো টাকার মালিকদের ধরা সহজ হবে।          


২০০৭ সালের নির্দেশিকা অনুযায়ী, খোঁজ দিলে বেনামি সম্পত্তির মূল্যের ৫ শতাংশ পেতেন খবরদাতা। সম্পত্তি উদ্ধারের পর ১০ শতাংশ পেতেন তাঁরা। ১৫ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ছিল। আর বিদেশে সম্পত্তির খোঁজ দিলে মিলত ৩ শতাংশ। উদ্ধার হওয়ার পর ১০ শতাংশ পাওয়া যেত। ৫ কোটি টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ ছিল। তা এক ধাক্কায় ৫ কোটি টাকা করা হল। সরকারের আশা, বর্ধিত আর্থিক পুরস্কার উত্সাহ দেবে আম আদমিকে।


আরও পড়ুন- অর্থনীতির জন্য সুখবর, ৬ মাসে ৩০ লক্ষ কর্মসংস্থান