অর্থনীতির জন্য সুখবর, ৬ মাসে প্রায় ৩০ লক্ষ কর্মসংস্থান
৬ মাসে প্রায় ৩০ লক্ষ কর্মীর অ্যাকাউন্ট খোলা হয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে।
নিজস্ব প্রতিবেদন: আসন্ন লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীকে স্বস্তি দিতে পারে কর্মচারী ভবিষ্যত্ নিধির পরিসংখ্যান। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার দাবি, গত ৬ মাসে ৩০ লক্ষ কর্মীর অ্যাকাউন্ট খোলা হয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে। এটা নতুন কর্মসংস্থানের ফলেই সম্ভব হয়েছে।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারিতে ৪,৭২,০৭৫ কর্মী যুক্ত হয়েছেন এই প্রকল্পে। ৬,০৪,৫৫৭ জন যুক্ত হয়েছেন জানুয়ারিতে। ৬ মাসে সবমিলিয়ে প্রায় ৩০ লক্ষ কর্মী যোগ হয়েছে পিএফে। যদিও এই পরিসংখ্যানের সঙ্গে নতুন কর্মসংস্থান যোগ নিয়ে প্রশ্ন রয়েছে।
স্টেট ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ সৌম্যকান্তি ঘোষ বলেন, গত ৬ মাসে কর্মসংস্থান বৃদ্ধি রয়েছে। প্রতিবছর ভারতে প্রায় কর্মসংস্থান হয় দেড় কোটি মানুষের। দ্রুত উন্নতশীল অর্থনীতির দেশ হতে আরও অনেকটা পথ যেতে হবে দেশকে।
২০১৪ সালে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। আবার লোকসভা ভোট দোরগোড়ায় হাজির। তার আগে কর্মসংস্থানের প্রতিশ্রুতিই শঙ্কায় রেখেছে মোদী সরকারকে। অনেকেরই মতে, নোট বাতিল ও জিএসটি-র কারণে আরও ধাক্কা খেয়েছে কর্মসংস্থান।
আরও পড়ুন- দায়রা আদালতে কাঠুয়াকাণ্ডের বিচার স্থগিত করল সুপ্রিম কোর্ট