ওয়েব ডেস্ক: বেনামি সম্পত্তির মালিকদের খুঁজে বের করতে অভিনব পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কারও বেনামি সম্পত্তির হদিশ দিতে পারলেই মিলবে নগদ এক কোটি টাকা পুরস্কার। এমনটাই ভাবনাচিন্তা করছে কেন্দ্র।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী মাসেই এবিষয়ে ঘোষণা করা হতে পারে বলে খবর। কেন্দ্রীয় শুল্ক দফতরের এক আধিকারিক জানিয়েছেন, বেনামি সম্পত্তির হদিশ দিতে পারলে ১৫ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা প‌র্যন্ত পুরস্কার দেওয়া হবে। তবে খবরটি একেবারে সঠিক হতে হবে। পরিচয় গোপন থাকবে। 


গতবছর বেনামি সম্পত্তি বিল পাশ হয়েছে। বেনামি সম্পত্তি ও কালো টাকার মালিকদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। একাধিক পদক্ষেপ করা হয়েছে। কিন্তু বেনামি সম্পত্তির মালিকদের খোঁজ পেতে গলদঘর্ম হতে হচ্ছে। এই পরিস্থিতিতে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হলে সাধারণ মানুষই তথ্য দেবেন। এখনও অবশ্য পুরস্কার দেওয়া হয়। 


আরও পড়ুন, কার্ডে দাম মেটালেই পেট্রোল ডিজেলে মিলবে বিশেষ ছাড়