নিজস্ব প্রতিবেদন: তিনসুকিয়ার সাদিয়ায় নিহত ৫ বাঙালি যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছে গেল তৃণমূলের ৪ সদস্যের প্রতিনিধি দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'অনাথের আশ্রয়, অভুক্তের অন্ন', ট্যাক্সি চালক জালালুদ্দিনের পাশে কেবিসি


রবিবার সকালেই ডিব্রুগড় বিমানবন্দরে নেমে যান ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, মমতাবালা ঠাকুর ও মহুয়া মৈত্র। সেখান থেকে তারা সড়ক পথে তিনসুকিয়া যান। এদিন তাঁরা বিমানবন্দরে নেমে পুলিসের সঙ্গে কথা বলে নেন। পুলিসের পক্ষ থেকে তাঁদের এসকট দেওয়া হয়।


ডেরেক ওব্রায়েন বলেন, তিনসুকিয়ায় যে ঘটনা ঘটেছে তা ভয়ঙ্কর। আমরা নিহতদের পরিবারের কাছে যাব। তাদের পাশে আমরা রয়েছি। ওদের সব ধরনের সাহায্য করব। তবে এই আন্দোলন শেষ হয়নি। যতদিন না জানা যায় কীভাবে ওই ঘটনা ঘটল। কারা এর পেছনে জড়িত ততদিন আন্দোলন চলবে।


আরও পড়ুন-ইরানের তেল কেনায় ভারতকে ছাড়; প্রধান কারিগর মোদী, দাবি পেট্রোলিয়াম মন্ত্রীর


ডিব্রুগড় বিমানবন্দর থেকে তৃণমূলের প্রতিনিধি দল তিনসুকিয়ায় উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পথে কোনও বাধার সৃষ্টি হয়নি। জানা যাচ্ছে ঘণ্টাখানেকের মধ্যেই তারা তিনসুকিয়ায় পৌঁছে যাবেন। তারা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। অসমের পরিস্থিতি যেহতু উত্তেজক তাই সাবধানেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। শিলচরের পথে তাঁদের যাত্রার ফেসবুক লাইভ করেন মহুয়া মৈত্র।