Woman Harrowing Experience: `নকল` ওলা ক্যাব! `পাচার হয়ে যেতাম`, ভয়াবহ অভিজ্ঞতা তরুণীর...
`Fake` App Cab: লোকেশন দেখেই ড্রাইভার বাড়তি টাকা চাইতে শুরু করে। তরুণী দিতে রাজি না হওয়াতেই বাজে ব্যবহার শুরু হয়ে যায়। তরুণী তাকে এয়ারপোর্টের পিক আপ পয়েন্টে ফেরত নিয়ে যাওয়ার দাবি জানান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অল্পের জন্য রক্ষা পেলেন। নইলে কী বিপদ ঘনিয়ে আসছিল তা কল্পনা করেও শিউরে উঠছেন তরুণী। বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে বেরিয়ে নকল ওলা চালকের খপ্পরে তরুণী। উপস্থিত বুদ্ধির জোরে অল্পের জন্য বেঁচে গিয়েছেন বলে দাবি বেঙ্গালুরুর ওই তরুণীর। বিমান থেকে নেমে অ্যাপ ক্যাবের জন্য নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ান মহিলা। ক্যাব বুকও করেন অ্যাপের মাধ্যমে।
এরপর যখন সামনে এসে দাঁড়ায় গাড়িটি। গাড়িতে উঠতেই ড্রাইভার বলেন, অ্যাপ কাজ করছে না। তাই ওটিপিও চাননি তিনি। এমনকী অ্যাপের ম্যাপ কাজ করছে না। গুগল ম্যাপ খুলে চালক ওই তরুণীকে গন্তব্য লিখে দিতে বলেন। সহজ ঘটনা বলেই সন্দেহ জাগেনি তরুণীর। কিন্তু ছবিটা বদলাতে শুরু করে তারপরে। লোকেশন দেখেই ড্রাইভার বাড়তি টাকা চাইতে শুরু করে। তরুণী দিতে রাজি না হওয়াতেই বাজে ব্যবহার শুরু হয়ে যায়।
বলা হয়, অন্য গাড়িতে ট্রান্সফার করে দেব। এসবের মধ্যেই গাড়ি পৌঁছয় একটি পেট্রল পাম্পে। সেখানে ওই তরুণীর থেকে তেলের দাম বাবদ ৫০০ টাকা চাওয়া হয়। বিপদ বুঝে পেট্রল পাম্পে নেমে গাড়ির ও নম্বর প্লেটের ছবি তোলেন। বিষয়টি লক্ষ্য করে বাসবরাজ। তরুণীকে ভয় দেখিয়ে ছবি মুছতে বলে। মাথা ঠান্ডা রেখে ওই তরুণী ১১২-তে ডায়াল করে পুলিসকে জানায় বিষয়টি।
পেশায় জুনিয়র রেসিডেন্ট চিকিৎসক ওই তরুণীর নাম নিকিতা মালিক। পোস্টে তিনি ক্যাপশনে লেখেন, 'একজন ক্যাব চালক প্রায় লুটে নিচ্ছিল, ধর্ষণের মতো ঘটনা হতে পারত, আটকে গিয়েছিলাম।' পুলিসের হস্তক্ষেপে তিনি রক্ষা পান। বাসবরাজ নামের ওই চালককে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি পোস্ট করা মাত্রই যাত্রীসুরক্ষা নিয়ে জোর চর্চা শুরু হয়।
আরও পড়ুন, CJI Sanjeev Khanna: দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)