নিজস্ব প্রতিবেদন : এবার 'ব্র্যান্ড বেঙ্গালুরু'কে বিশ্বের দরবারে আরও আকর্ষণীয় করে তোলার সুযোগ পেতে চলেছে কর্নাটক সরকার। ভারতে এই প্রথম বেঙ্গালুরু শহরই নিজস্ব লোগো পেল। লোগের সঙ্গে রয়েছে ট্যাগলাইন 'বেঙ্গালুরু-বি ইউ'। লোগোটি তৈরি করেছেন রুষি প্যাটেল ও এম ভেঙ্কটেশ্বর রাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বড়দিনের উপহার: নয়ডা-দিল্লি মেট্রো প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী, নিমন্ত্রিতই নন কেজরি!


মোট ১৩৫০টি লোগোর নক্সা জমা পড়েছিল। তার মধ্যে থেকে বেছে নেওয়া হয় রুষি প্যাটেল ও এম ভেঙ্কটেশ্বর রাও-এর লোগোটি। ৪৮০ বছরের সুদীর্ঘ ইতিহাস, বেঙ্গালুরুর কৃষ্টি, সংস্কৃতি-সহ একাধিক বিষয়কে একসঙ্গে ধরে রেখে এই লোগোটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন কর্নাটকের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। তিনি বলেন, শহরের লোগো বিশ্বের দরবারে কর্নাটক পর্যটনকে আরও উজ্জ্বল করে তুলবে।