টিকা নিয়ে টেক্কা, বাকযুদ্ধ চলার পর যৌথ বিবৃতি সেরাম-বায়োটেকের
দুটি সংস্থার যৌথভাবে ভারত ও বিদেশে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি ও তা সরবরাহ করবে।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক একটি যৌথ বিবৃতিতে ভারত ও বিশ্বকে কোভিড-১৯র ভ্যাকসিন কতটা কার্যকরিতা নিয়ে প্রতিশ্রুতি জানিয়েছে। বিবৃতি অনুসারে, সেরাম প্রধান আদার পুনাওয়ালা এবং ভারত বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা এমডি ডাঃ কৃষ্ণ এল্লা জানিয়েছে, দুটি সংস্থার যৌথভাবে ভারত ও বিদেশে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি ও তা সরবরাহ করবে। কোনটা ভালো কোনটা নয় তা নিয়ে বাকযুদ্ধের সময় এটা নয় বলেই জানিয়েছে দুই ভ্যাকসিন নির্মাতা।
সেরাম জানিয়েছে, তাদের সামনে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাদের তৈরি ভ্যাকসিনে বাঁচবে জীবন। শুধু দেশে নয় বিশ্বের বহু মানুষের কাছে পৌঁছে যাবে তাদের ভ্যাকসিন। তাদের হাতেই রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। অর্থনীতিকে বাঁচানো থেকে শুরু করে সেই আগের জীবনে মানুষকে ফিরিয়ে দেওয়ার মন্ত্র রয়েছে তাদের হাতে।
অন্যদিকে আদার পুনাওয়ালা টুইট করে জানিয়েছেন, আমি দুটি বিষয় পরিষ্কার করতে চাই; ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির কোনও কারণ নেই। ভারত বায়োটেক নিয়ে ভুল ভাবনার সৃষ্টি হয়েছে।