মুম্বইকে স্তব্ধ করার পর বনধ প্রত্যাহার দলিত সংগঠনগুলির
দলিত সংগঠনগুলির ডাকা বনধে স্তব্ধ হল মুম্বই। বিভিন্ন জায়গায় হিংসাত্মক রূপ নিল আন্দোলন।
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের বনধ প্রত্যাহার করলেন ভারিপা বহুজন মহাসঙ্ঘ প্রেসিডেন্ট প্রকাশ আম্বেডকর। ভারতীয় সংবিধানের প্রণেতা বি আর আম্বেডকরের নাতি প্রকাশ বলেন, ''শান্তিপূর্ণভাবে বনধ পালিত হয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। সকলকে ধন্যবাদ।''
কোরেগাঁও ভীমার ঘটনায় দোষীদের বিরুদ্ধে খুনের অভিযোগের মামলা দায়ের করার দাবি করেছেন প্রকাশ আম্বেডকর। ঘটনার সূত্রপাত ১ জানুয়ারি পুণের ভীমা কোরেগাঁওতে। ওইদিন 'দলিতদে'র সঙ্গে 'মারাঠি সংগঠনগুলি'র লড়াইয়ে মৃত্যু হয় একজনের, এমনটাই খবর।
আরও পড়ুন- রেল-রাস্তা অবরোধ; ব্যাপক ভাঙচুর, দলিত বিক্ষোভে অগ্নিগর্ভ মহারাষ্ট্র
এদিন বনধকে কেন্দ্র করে থমকে যায় বাণিজ্যনগরী মুম্বই। ব্যাহত হয় জনজীবন। ট্রেন আটকে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। বিক্ষোভের জেরে বাস পরিষেবাও বিপর্যস্ত হয়েছে। কয়েকটি জায়গায় পুলিসকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটেছে। এমনকি মুম্বইয়ে সিনেমা ও সিরিয়ালের শ্যুটিংও বন্ধ ছিল। কলাকুশলীরা শুটিং করতে স্টুডিওতে পৌঁছতে পারেননি। সিসিটিভি ফুটেজ দেখে হিংসায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।