`কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না?` মোদীকে প্রশ্ন করে মার খেলেন BHU-এর ছাত্র
মোদীর সফর ঘিরে অশান্তি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েও। ছাত্র সংসদ ইউনিয়নের নির্বাচনের দাবি তুলে মার খেলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। এই ঘটনাতেও কাঠগড়ায় বিজেপি সমর্থকেরা। আজ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণ শেষ হওয়া মাত্রই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশুতোষ সিং চিত্কার করে বলেন, কেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এরপরেই আশুতোষকে আটক করে পুলিস। অভিযোগ, পুলিসের সামনেই আশুতোষকে মারধর করে বিজেপি সমর্থকেরা।
ওয়েব ডেস্ক: মোদীর সফর ঘিরে অশান্তি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েও। ছাত্র সংসদ ইউনিয়নের নির্বাচনের দাবি তুলে মার খেলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। এই ঘটনাতেও কাঠগড়ায় বিজেপি সমর্থকেরা। আজ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণ শেষ হওয়া মাত্রই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশুতোষ সিং চিত্কার করে বলেন, কেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এরপরেই আশুতোষকে আটক করে পুলিস। অভিযোগ, পুলিসের সামনেই আশুতোষকে মারধর করে বিজেপি সমর্থকেরা।
আশুতোষের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে সেখানে উপস্থিত ছিলেন ওই ছাত্র। মোদীর উদ্দেশ্য চিৎকার করে প্রশ্ন করেন আশুতোষ। এরপরই তাঁকে ঘিরে শুরু হয় চাঞ্চল্য। পরিস্থিতি সামাল দিতে ওই ছাত্রকে গ্রেফতার করে পুলিস।