নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব বিলের প্রতিবাদ। মরণোত্তর ভারতরত্ন সম্মান গ্রহণ করবে না প্রখ্যাত গায়ক তথা সাংবাদিক ভূপেন হাজারিকার পরিবার। অসমের একটি দৈনিকে ভূপেন হাজারিকার ছেলে তেজ জানিয়েছেন, “আমি অসমের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফহাল। সুধাকণ্ঠ ভূপেন হাজারিকা সবসময়ই অসমের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং লড়াই আন্দোলন করেছেন। আমরা তাই এই সম্মান গ্রহণ করতে অস্বীকার করছি। পুত্র হিসেবে আমি জানাচ্ছি, ভারত সরকার তাঁকে যে মরণোত্তর সম্মান প্রদান করতে চাইছে আমরা তা গ্রহণ করব না।”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- হাই স্পিড ট্রেনের সম্পাদিত ভিডিও বানিয়ে ট্রোলড্ রেলমন্ত্রী


সম্প্রতি, ভূপেন হাজারিকা-সহ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও সমাজকর্মী নানাজি দেশমুখকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার কথা জানিয়েছে কেন্দ্রের সরকার। প্রজাতন্ত্র দিবসেই সেই সম্মান তুলে দেওয়া হবে জানানো হয়েছে। এরই মধ্যে ভারত সরকারের দেওয়া মরণোত্তর ভারতরত্ন সম্মান গ্রহণ করবে না বলে জানাল ভূপেন হাজারিকার পরিবার। নাগরিকত্ব বিলের প্রতিবাদেই এই সম্মান গ্রহন করতে অস্বীকার করল তাঁর পরিবার।