ওয়েব ডেস্ক: কেন্দ্রের আহ্বানে সাড়া দেশের অন্যতম বড় রিটেল চেনের। নোট বাতিলের ধাক্কায় আম জনতার হয়রানি থেকে মুক্তি দিতে এগিয়ে এল ফিউচার গ্রুপ। আজ থেকে দেশজুড়ে বিগবাজারের আউটলেটগুলি থেকে মিলবে টাকা। ডেবিট কার্ড ব্যবহার করেই বিগবাজারের যেকোনও আউটলেট থেকে ২০০০ টাকা তুলতে পারবেন আপনি। টুইট করে একথা জানিয়ে দেন ফিউচার গ্রুপের কর্ণধার কিশোর বিয়ানি। আরও পড়ুন- বিগ বাজার থেকেও মিলবে টাকা, ডেবিট কার্ড ব্যবহার করে ২০০০ টাকা তুলতে পারবে গ্রাহক 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এবার যে কেউ বিগবাজার থেকে ডেবিট কার্ড ব্যবহার করে ২০০০ টাকা তুলতে পারবেন। আজ থেকেই এই সুযোগ মিলবে। আরও পড়ুন-  চাষিদের ২১ হাজার কোটি টাকা ঋণ, ঘোষণা কেন্দ্রীয় অর্থ সচিব শক্তিকান্ত দাসের