প্লাস্টিক চেয়ারের চুরির অভিযোগে নৃশংস মার দুই যুবককে
এ যেন একুশে আইন। শুধুমাত্র সন্দেহের বশে উল্টোদিক করে ঝুলিয়ে, নৃশংসভাবে মারা হল দুই যুবককে। তালিবানি শাসন থেকে রেহাই মিলল ঘণ্টাখানেক পর। যখন হাতেপায়ে ধরে দরিদ্র দুই পরিবার তিন হাজার টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হল। ঘটনাটি পশ্চিম বিহারের কাইমুর জেলার সোনবার্সা গ্রামের।
ওয়েব ডেস্ক: এ যেন একুশে আইন। শুধুমাত্র সন্দেহের বশে উল্টোদিক করে ঝুলিয়ে, নৃশংসভাবে মারা হল দুই যুবককে। তালিবানি শাসন থেকে রেহাই মিলল ঘণ্টাখানেক পর। যখন হাতেপায়ে ধরে দরিদ্র দুই পরিবার তিন হাজার টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হল। ঘটনাটি পশ্চিম বিহারের কাইমুর জেলার সোনবার্সা গ্রামের।
বিয়েবাড়িতে হদিশ মিলছিল না ভাড়া করে আনা পাঁচটি প্লাস্টিকের চেয়ারের। অভিযোগ, আচমকাই গৃহকর্তা মহাঙ্গু বিন্দ ও তার পরিবারের কয়েকজনের মনে হয়, চুরিতে হাত রয়েছে স্থানীয় রাজকুমার বিন্দ ও বীরবল বিন্দের। ব্যস ডেকে এনে শুরু হয় মারধর। রেহাই পাওয়ার পরও বছর কুড়ির দুই যুবকের মনে আতঙ্ক এতটাই চেপে বসে যে থানায় যেতেও ভয় পাচ্ছিলেন। পরে অনেক বোঝানোর পর অভিযোগ দায়ের হয়। গ্রেফতার হয় এক অভিযুক্ত। বাকিদের খোঁজে তল্লাসি চলছে।