নিজস্ব প্রতিবেদন: বিহারে এবার মহাজোটের সরকার! তেমনি ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্বাচনের আগে অধিকাংশ সমীক্ষাতেই নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএকে এগিয়ে রাখা হলেও তৃতীয় দফার ভোটদান শেষ হওয়ার পরই পাল্টে গেল পরিস্থিতি। বিভিন্ন বুধ ফেরত সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে মহাজোটকে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী রাজ্যের ৪৪ শতাংশ মানুষ চান তেজস্বী যাদবই হোন রাজ্যের পরবর্তি মুখ্যমন্ত্রী। অন্যদিকে, রাজ্যের ৩৫ শতাংশ মানুষের পছন্দ নীতীশ কুমারই।


আরও পড়ুন-পূর্ণিয়ায় প্রার্থীর ভাইকে গুলি, বিহারে শেষ দফায় ৫টা পর্যন্ত ভোট পড়ল ৫৫.২২ শতাংশ


দেখে নেওয়া যাক কী বলছে অন্যান্য সমীক্ষা


 


ABP-CVoter


এনডিএ-১০৪-১২৮ আসন।


মহাজোট-১০৮-১৩১ আসন।


এলজেপি-১-৩ আসন।


আরজেডি-ই হবে একক সংখ্যগরিষ্ঠ দল। তবে এনডিএ-র ভোট বাড়বে ২ শতাংশ।


 


Times Now-CVoter


এনডিএ-১১৬ আসন।


মহাজোট-১২০ আসন।


এলজেপি-১-৩ আসন।


অন্য়ান্য-৩-৬


 


Republic TV-Jan Ki Baat


এনডিএ-৯১-১১৭ আসন।


মহাজোট-১১৮-১৩৮ আসন।


এলজেপি-৫-৮ আসন।


অন্য়ান্য-৩-৬


 


TV9


এনডিএ-১১০-১২০ আসন।


মহাজোট-১১৫-১২৫ আসন।


 


আরও পড়ুন-কালীপুজোর চাঁদা ১০ হাজার টাকা!


উল্লেখ্য, শনিবার শেষ হল বিহার বিধানসভার নির্বাচন। আজ ছিল তৃতীয় দফা। ২৪৩ আসনের বিহার বিধানসভা সরকার গঠন করতে প্রয়োজন ১২২ আসন। ফল ঘোষণা আগামী মঙ্গলবার।