Bihar: নৌকা উলটে উত্তাল নদীতে নিখোঁজ ১৮ স্কুল পড়ুয়া, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাংবাদিকদের বলেছেন যে জেলা ম্যাজিস্ট্রেট সহ সিনিয়র জেলা আধিকারিকদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি আরও বলেছেন যে শিশুদের পরিবারগুলিকে সাহায্য ও সমর্থন দেওয়া হবে সরকারের তরফে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারের মুজাফফরপুর জেলায় বৃহস্পতিবার সকালে একটি নৌকা উল্টে ১৮ জন শিশু নিখোঁজ হয়েছে। জানা গিয়েছে প্রায় ৩৪ জন যাত্রী ছিল ওই নৌকায় এবং তাদের স্কুলে নিয়ে যাওয়া হচ্ছিল।
বাগমতি নদীর ধারে মধুপুর পট্টি ঘাটের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Scrub Typhus: ইতিমধ্যেই ৫ মৃত্যু, দেশ জুড়ে সংক্রমণ লাফিয়ে বাড়ছে! নতুন মারণ রোগ?
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাংবাদিকদের বলেছেন যে জেলা ম্যাজিস্ট্রেট সহ সিনিয়র জেলা আধিকারিকদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি আরও বলেছেন যে শিশুদের পরিবারগুলিকে সাহায্য ও সমর্থন দেওয়া হবে সরকারের তরফে।
আরও পড়ুন: I.N.D.I.A Opposition: ভোপালে প্রথম জনসভা, ভোটমুখি মধ্যপ্রদেশেই শুরু বিরোধী ঐক্য ইন্ডিয়া জোটের প্রচার
তিনি বলেন, ‘উদ্ধার অভিযান চলছে... আমি সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেবে’।
স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি দলও ঘটনাস্থলে রয়েছে।