নিজস্ব প্রতিবেদন: নির্বাচনী প্রচারে গিয়ে বেকায়দায় পড়ে গেলেন আরজেডি নেতা ও লালু-পুত্র তেজস্বী যাদব। ভরা সভায় তাঁকে লক্ষ্য করে ছোড়া হল জুতো। একটি লক্ষ্যভেদ না করতে না পারলেও অন্যটি এসে পড়ে একেবার তেজস্বীর কোলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিকট শব্দে কেঁপে উঠল ট্রেন, বিহারে লাইনচ্যুত গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশাল


মঙ্গলবার বিহারের ঔরঙ্গাবাদ জেলায় জনসভা করছিলেন তেজস্বী।  কুটুম্বা বিধানসভা আসনে আজ প্রচারসভা ছিল তাঁর। তিনি স্টেজে আসতেই তাঁর হাতে স্যানিটাইজার মাখিয়ে দিচ্ছিলেন এক কর্মকর্তা। এই সময় একটি জুতো ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে । সেটি নিশানায় না লাগতেই উড়ে আসে অন্য একটি জুতো। সেটি এসে পড়ে একেবারে তেজস্বীর কোলে।



আরও পড়ুন-লকডাউন শেষ হলেও ভাইরাস চলে যায়নি, উৎসবের আগে করজোড়ে সতর্ক করলেন মোদী  


সূত্রের খবর স্টেজের খুব কাছেই হুইল চেয়ারে বসেছিলেন এক ব্যক্তি। তিনিই সম্ভবত ওই জুতো ছোড়েন। পুলিস তাকে ধরে ফেলে সভার বাইরে নিয়ে যায়।


বক্তব্য রাখার সময়ে একবারের জন্যও ওই ঘটনার কথা উল্লেখ করেননি আরজেডি নেতা। এদিন কুটুম্বার কংগ্রেস নেতা ও জেটের প্রার্থী রাজেশ রামের হয়ে প্রচারে এসেছিলেন এবার বিহারের মহাজাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী।