নিজস্ব প্রতিবেদন: বিধানসভা নির্বাচনে সাধারণভাবে দুপুরেই দিকেই ভোট চিত্রটা স্পষ্ট হয়ে যায়। বলা যেতে পারে ফল ঘোষণা হয়ে যায়। বিহার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তা এখনও হচ্ছে না। কারণ ভোট গণনা হচ্ছে ধীরে। আজ দুপুর একটা পর্যন্ত গণনা হয়েছিল মাত্র ২০-২৫ শতাংশ ভোট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করুন, SCO বৈঠকে জিনপিংকে সাফ বার্তা মোদীর


এখনও পর্যন্ত পাওয়া প্রবণতা হিসেবে এনডিএ এগিয়ে রয়েছে ১২৬ আসনে, মহাজোট এগিয়ে ১০৭ আসনে, মিম ৫ আসনে ও বিএসপি ২টি আসনে।


কেন ভোট গণনা হচ্ছে ধীর গতিতে


করোনা অতিমারীর কথা মাথায় রেখে এবার প্রতি বুথে ভোটার সংখ্যা ১০০০-১৫০০ মধ্যে সীমিত রেখেছিল নির্বাচন কমিশন। এর ফলে বুথ সংখ্যা বেড়েছে। 


২০১৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে বুথের সংখ্যা ছিল ৭৩,০০০। এবার তা বেড়ে হয়েছে ১.০৬ লাখ।
পোলিং বুথের সংখ্যা বাড়ার ফলে বেড়েছে ইভিএম সংখ্যা। বেড়েছে গণনাকেন্দ্রের সংখ্যা। পাশাপাশি গণনাকেন্দ্রে কঠোরভাবে মেনে চলা হচ্ছে করোনা সতর্কতা। রাখতে হচ্ছে সামাজিক দূরত্ব। ফলে লম্বা হচ্ছে গণনা পদ্ধতি। রাজ্যের ৩৮ জেলায় ৫৫টি ভোট গণনা কেন্দ্র খোলা হয়েছে।


আরও পড়ুন-Bihar Election Results 2020 LIVE: বিহারে ভোটপ্রবণতায় ম্যাজিক ফিগার পার NDA-র


এখনও পর্য়ন্ত যা প্রবণতা তাতে দেখা যাচ্ছে প্রতি তিন আসনের মধ্যে এক আসনে ভোট মার্জিন ১০০০ এর নীচে। একসময় এমনও ছিল যে রাজ্যে ২০ আসনে ভোটের মার্জিন ৫০০ নীচে চলে গিয়েছিল।