নিজস্ব প্রতিবেদন: মদের পর এবার বিহারে পান মশলা নিষিদ্ধ করল নীতীশ কুমারের সরকার। বিহারের স্বাস্থ্য দফতর নির্দেশিকা দিয়ে জানিয়েছে, গোটা রাজ্যে পান মশলা উতপাদন, বিক্রয়, মজুত, বণ্টন ও প্রচার করা যাবে না। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নানা ব্র্যান্ডের পান মশলা সংগ্রহ করেছিল স্বাস্থ্য দফতর। তাতে মিলেছে ম্যাগনেশিয়াম কার্বোনেট। যা স্বাস্থ্যের পক্ষের ক্ষতিকারক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রজনীগন্ধা পান মশলা, রাজ নিবাস পান মশলা, সুপ্রিম পান পরাগ পান মশলা, পান পরাগ পান মশলা, বাহার পান মশলা, বাহুবলি পান মশলা, রাজশ্রী পান মশলা, রৌনক পান মশলা ও মধু পান মশলার নমুনা সংগ্রহ করেছে বিহার সরকার। সেগুলিতে মিলেছে ম্যাগনেশিয়াম কার্বোনেট। এরপরই এক বছরের জন্য গোটা রাজ্যে পান মশলা ক্রয়-বিক্রয় ও উতপাদনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। 



খাদ্য সুরক্ষা আইন, ২০০৬ অনুযায়ী, পান মশলায় ম্যাগনেশিয়াম কার্বোনেট ব্যবহার নিষিদ্ধ। উল্লেখ্য, গতবছর গুটখা ও পান মশলার বিক্রয়, উত্পাদন, মজুত ও বণ্টনের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল বিহারের খাদ্য সুরক্ষা বিভাগ।


আরও পড়ুন- অযোধ্যার জমি দেওয়া হোক হিন্দুদের, সুপ্রিম কোর্টে জানাল শিয়া ওয়াকফ বোর্ড