ওয়েব ডেস্ক : বিহারে উন্নয়নের জন্য অবিলম্বে পরিবর্তন দরকার। আজ দারভাঙায় একটি জনসভায় যোগ দিতে গিয়ে একথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, "JD(U)-RJD মিলিত সরকার বিহারের কোনও উন্নয়নের কাজই করতে সক্ষম নয়। তাই দরকার পরিবর্তনের।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিহারের দারভাঙায় BJP-র একটি সভায় বক্তব্য রাখছিলেন যোগী। সেখানেই তিনি বলেন, "বিহারে দুই বিপরীত মেরুর দলের মধ্যে সমঝোতা হয়েছে। তাই কোনও পরিস্থিতিতেই তারা উন্নয়নের কাজ করতে পারবে না। অতয়েব, দরকার একটি পরিবর্তনের।"


তিন তালাক নিয়েও এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভূমিকা নিয়েও কটাক্ষ শোনা যায় যোগীর গলায়।


আরও পড়ুন- GST এড়াতে এসি, গাড়ি, ফোনে বড়সড় ছাড়