জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারে ফের একবার তৈরি হল মহাগঠবন্ধন সরকার। বিজেপির সঙ্গ ছেড়ে আবার লালু-পুত্রের সঙ্গে জোট বাঁধলেন নীতীশ কুমার। মহাগঠবন্ধন সরকারে ফের একবার মুখ্যমন্ত্রী হিসেবে বুধবারই শপথ নিয়েছেন নীতীশ। তাঁর ডেপুটি হয়েছেন লালু-পুত্র তেজস্বী যাদব। এরপরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে মন্ত্রিসভা নিয়ে। কে মন্ত্রী হবেন সেই নিয়ে দলগুলির মধ্যে শুরু হয়েছে তুমুল জল্পনা। মনে করা হচ্ছে যে উভয় দলই মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে। একই সঙ্গে তারা জাতিগত সমীকরণও মাথায় রাখার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে আরজেডি-র কোটা থেকে সর্বোচ্চ সংখ্যক মন্ত্রী থাকবে। এর জন্য সম্ভাব্য নামের তালিকা পাঠানো হবে দলের সভাপতি লালু প্রসাদ জাদবের কাছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মনে করা হচ্ছে, নতুন সরকারে যাদব, অনগ্রসর এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসা মন্ত্রীর সংখ্যা আরও বেশি হতে পারে। প্রসঙ্গত, আরজেডি মন্ত্রিসভা সম্প্রসারণের ক্ষেত্রে 'এ টু জেড' নীতি বজায় রাখবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে মন্ত্রিসভায় উচ্চবর্ণের বিধায়কদেরকেও আরজেডি-র কোটা থেকে মন্ত্রী করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে যে জেডিইউ-এর কোটায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ছাড়া ১২ জন মন্ত্রী থাকবেন এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব বাদে আরজেডি কোটা থেকে ১৫ জন মন্ত্রী শপথ নেবেন। এর পাশাপাশি কংগ্রেস চারটি মন্ত্রী পদ পেতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) থেকে একজন মন্ত্রী থাকবেন বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: Anubrata Mondal: '৭২ জনের কাছে অনুব্রতের টাকা আছে'! শাহকে তালিকা দেবেন অনুপম হাজরা


একমাত্র জেডিইউ-সমর্থিত নির্দল বিধায়ককেও মন্ত্রী করা হতে পারে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে ১৬ আগস্ট মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। সূত্রের খবর, নীতীশ সরকারের নতুন মন্ত্রিসভায় এমন অনেক মুখ থাকবে, যারা এর আগে মন্ত্রী হওয়ার সুযোগ পাননি। জেডিইউ-এর কিছু পুরনো মুখকেও ছাড় দেওয়া হতে পারে বলে জানাগিয়েছে। আরজেডি থেকে মন্ত্রিসভায় যারা যোগ দেবেন তাদের মধ্যে বেশিরভাগই নতুন মুখ থাকবেন বলে জানা গিয়েছে।


দফতরের ক্ষেত্রে, আগের সরকারে বিজেপি কোটার মন্ত্রীদের কাছে যে পোর্টফোলিওগুলি ছিল সেইগুলি আরজেডিকে দেওয়া হতে পারে। যদিও, সূত্র মারফত জানা গিয়েছে যে এখনও কিছু বিভাগ নিয়ে মতান্তর রয়েছে। মহাজোটের এক নেতা অবশ্য জানিয়েছেন, মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে মহাগঠবন্ধন সরকারে আলোচনা চলছে এবং কোথাও কোনও সমস্যা নেই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)