ওয়েব ডেস্ক: বিহারে সাম্প্রদায়িক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বিঁধলেন জেলবন্দি লালু। বললেন, নীতিশের খেল খতম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পশুখাদ্য মামলায় জেলবন্দি লালুকে চিকিত্সার জন্য বৃহস্পতিবার ট্রেনে পটনা থেকে দিল্লি নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। অসুস্থতার জন্য পটনার রিমসে ভর্তি ছিলেন লালু। বৃহস্পতিবার দুপুরে দিল্লি পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নীতীশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লালু। লালু বলেন, নীতীশ কুমারের খেল খতম। গোটা বিহার জ্বলছে। বিজেপি গোটা বিহারে আগুন জ্বালিয়েছে। গোটা রাজ্যে হিংসা ছড়িয়েছে। 


মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াল বিহারের নওয়াদায়



বলে রাখি, রামনবমীর পর থেকেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বিহারের একাধিক জেলা। ১৭ মার্চ প্রথম হিংসা ছড়ায় ভাগলপুরে। এর পর একে একে তা ছড়িয়ে পড়ে ৯টি জেলায়। লালুপ্রসাদ বলেন, গোটা রাজ্য থেকে হিংসার খবর পাচ্ছি। এজন্য দায়ী বিজেপি নেতারা। বলে রাখি এদিনই বিহারের সমস্তিপুরে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে ২ বিজেপি নেতাকে গ্রেফতার করেছে সেরাজ্যের পুলিস।