নিজস্ব প্রতিবেদন: সবং বিধানসভার উপ নির্বাচনে বিজেপি তৃতীয় স্থান দখল করলেও উত্তর প্রদেশ ও অরুণাচল প্রদেশে মোট ৩ আসনই দখল করে নিল বিজেপি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অরুণাচলের ২ আসন কংগ্রেসের কাছ থেকে ও উত্তরপ্রদেশের ১টি আসন সপা-র কাছ থেকে বের করে নিল গেরুয়া ব্রিগেড। অরুণাচল প্রদেশের পাক্কে-কাসং আসনে জয়ী হলেন বিজেপি প্রার্থী বি আর ওয়াঘে। ওই আসনে ওয়াঘে ৪৭৫ ভোটে হারান রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী কামেং ডোলোকে। ওয়াঘে পে্যেছেন ৩৫১৭ ভোট। মোট ভোটদাতা ছিলেন ৭,৪৫৫ জন।


অন্যদিকে, অরুণাচলের লিকাবালি আসনটিও কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে লিন বিজেপি। ওই আসনে জয়ী হয়েছেন বিজেপির কার্দো নিগিয়র। তিনি হারিয়েছেন গুমকে রিবাকে। এই আসনে মোট ভোটদাতা ছিলেন ১০,৬০৮ জন।


উত্তরপ্রদেশের একমাত্র আসনের উপনির্বাচনেও জয় ছিনিয়ে নিল বিজেপি। রাজ্যের সিকান্দ্রা আসনে ১১ হাজার ভোটে জয়ী হলেন বিজেপির অজিত সিং পাল। ফলে একমাত্র তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের তিনটি আসনই পকেটে পুরে ফেলল বিজেপি।


আরও পড়ুন-আম্মার আসনে জোর চমক, বিপুল জয় নির্দল দিনাকরণের