নিজস্ব প্রতিবেদন: দিল্লি বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর দেশের ৩ রাজ্যে সাংগঠনিক রদবদল করল বিজেপি। তিন রাজ্যে আনা হল দলের নতুন সভাপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেরল বিজেপির রাজ্য সভাপতি পদে আনা হল কে সুদর্শনকে, মধ্যপ্রদেশ রাজ্য বিজেপি সভাপতির পদে আনা হল বিষ্ণু দত্ত শর্মাকে এবং বিজেপি রাজ্যসভাপতি পদে সিকিমে নিযুক্ত হলেন দল বাহাদুর চৌহান।


আরও পড়ুন-কংগ্রেসকে বুড়ো আঙুল, মহারাষ্ট্রে NPR-এর কাজ শুরুর সিদ্ধান্ত উদ্ধবের


দিল্লি বিধানসভা নির্বাচনে মেরুকরণের রাজনীতি কাজে আসেনি। কেজরীবালের কাজের ওপরে ভিত্তি করেই মানুষ ভোট দিয়েছে। পাশাপাশি নির্বিষ কংগ্রেস সমর্থকরাও আপ-এর দিকে ঝুঁকেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এইসব কথা মাথায় রেখেই ঘুঁটি সাজাচ্ছে বিজেপি।


২০১৯ লোকসভা নির্বাচনে কেরলের পাঠানামাত্থিয়া আসনে প্রার্থী ছিলেন সুদর্শন। পাশাপাশি রাজ্য বিধানসভা নির্বাচনে কোনি বিধানসভাতেও বিজেপির প্রার্থী ছিলেন তিনি।  ২০১৬ বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের প্রার্থী পি বি আবদুল রেজ্জাকে জোর লড়াই দেন সুদর্শন। মাত্র ৮৯ ভোটে জেতেন রেজ্জাক। তাঁকেই এবার কেরলের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি।


আরও পড়ুন-সিঁথিকাণ্ডের তদন্তে জোর, SI-কে জেরার প্রস্তুতি গোয়েন্দাদের, ফরেন্সিক ল্যাবে থানার CCTV ফুটেজ


সংবাদসংস্থা এএনআইকে সুদর্শন বলেন, নিজের ক্ষমতা অনুযায়ী যতটা পারা যায় করার চেষ্টা করব। দল যেভাবে আমার ওপরে দায়িত্ব দিয়েছে তা করার চেষ্টা করব।


খাজুরাহ আসন থেকে সংসদে নির্বাচিত হব বিষ্ণু দত্ত শর্মা। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পুরনো সদস্য বিষ্ণু রাজনৈতিক কেরিয়ায় শুরু করেন এবিভিপির সদস্য হিসেবে। তাঁকেই এবার আনা হয়েছে মধ্যপ্রদেশে বিজেপির প্রধান হিসেবে।