ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডে ৫৬টি আসন জয় করে ইতিহাস সৃষ্টি করল নরেন্দ্র মোদীর বিজেপি। ৭০ আসন বিশিষ্ট এই রাজ্যে এর আগে কোনও রাজনৈতিক দলই এককভাবে ৫০টির বেশি আসন পায়নি।


উল্লেখ্য, ২০০০ সালে স্বতন্ত্র রাজ্য হিসাবে স্বীকৃতি পায় উত্তরাখন্ড। তারপর থেকে কেবল একবারই (২০০২ সালে) ৩৬টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস। প্রসঙ্গত, শনিবার প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে এতদিন ক্ষমতায় থাকা কংগ্রেস পেয়েছে মাত্র ১১টি আসন। আর সংখ্যা গরিষ্ঠ বিজেপির ঝুলিতে ৫৬টি আসন এবং অন্যান্য দলের দখলে ২টি। উল্লেখযোগ্যভাবে লোহাঘাট বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। (আরও পড়ুন- এই মুহূর্তে দেশের সবথেকে প্রভাবশালী নেতা নরেন্দ্র মোদী : পি চিদাম্বরম)