নিজস্ব প্রতিবেদন: প্রত্যেকবার তাঁর জন্মদিনে চকোলেট কেক নিয়ে আসতেন সুষমা স্বরাজ। কারও বহেনজি, তো কারও প্রিয় বোন। কিন্তু লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে একেবারেই আত্মিক সম্পর্ক ছিল সুষাম স্বরাজের। তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত তিনি। এদিন তাঁর চোখের সামনে ঝাপসা হয়ে আসছে, কাটিয়ে আসা একাধিক ভালো মুহূর্তের কথা। ট্যুইটে সেইসব আবেগঘন মুহূর্তের কথা উল্লেখ করলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আডবাণী লিখেছেন, “চল্লিশের দশকে বিজেপি পার্টির সভাপতি যথন আডবানি ছিলেন, তখন দলে এসেছিলেন সুষমা স্বরাজ। যুবসমাজের অন্যতম চালিকাশক্তি ছিলেন তিনি। তারপর ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। অসাধারণ তাঁর বলার ক্ষমতা।” তাঁর চলে যাওয়া যে দলের পক্ষে কতটা অপূরণীয় ক্ষতি, তা এদিন ব্যক্ত করেন তিনি।


 



আচমকাই তাঁর প্রয়াণে মূহ্যমান গোটা দেশ। শোকপ্রকাশ করছে আন্তর্জাতিক মহলও। এদিন সুষমা স্বরাজকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন লালকৃষ্ণ আডবাণী। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে প্রতিভা আডবাণীও।


 


 



সুষমা স্বরাজের মেয়ে বানসুরির সঙ্গে দেখা হতেই কেঁদে ফেলেন তিনি। তাঁকে জড়িয়ে ধরে সমবেদনা জানানোর চেষ্টা করেন।