নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরে সরকার গঠন নিয়ে চাপানউতোর পর্ব জমে উঠল। ওমর আবদুল্লার চাপে পড়ে শেষপর্যন্ত পিছু হঠতে বাধ্য হলেন বিজেপি নেতা রাম মাধব। তবে কিছুটা খোঁচাও দিয়ে রাখলেন ন্যাশন্যাল কন্ফারেন্স নেতাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত শোভনবাবুর নিজের, বৈশাখীর হাত নেই'


সম্প্রতি ওমর আবদুল্লার পেছনে পাকিস্তানের মদত রয়েছে বলে অভিযোগ করেন রাম মাধব। তিনি বলেন, পিডিপি ও ন্যাশনাল কন্ফারেন্স সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে অংশ নেয়নি। এই সিদ্ধান্তের পেছনে ছিল পাকিস্তানের মদত। এখন তারা ফের নির্বাচনী লড়াই চায়। এবারও সেই পাকিস্তানের নির্দেশেই সরকার গড়তে চায়।




রাম মাধবের ওই মন্তব্যের পরই বিজেপি ও ন্যাশনাল কন্ফারেন্সের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এগিয়ে আসেন ওমর আবদুল্লা। তিনি বলেন, রাম মাধবের মতো একজন সিনিয়র নেতা বলছেন আমরা সরকার গঠন করতে চাইছি পাকিস্তানের নির্দেশে। রাম মাধবকে চ্যালেঞ্জ করছি, প্রমাণ দিন। আপনি আমাদের দলের মৃত ৩ হাজার সমর্থককে অপমান করছেন।


আরও পড়ুন-লঞ্চ হল Xiaomi Redmi Note 6 Pro, কবে কোথায় কেনা যাবে নতুন ফোন? 


ওমরের ওই টুইটে প্রবল ধাক্কা খান রাম মাধব। তিনি বর্তমানে রয়েছেন আইজলে। সেখান থেকে তিনি টুইট করেন, আইজলে এসে ওমরের ওই টুইট দেখলাম। বাইরের কোনও শক্তির মদত নেই বলছেন উনি। আমার বক্তব্য আমি ফিরিয়ে নিচ্ছি। কিন্তু আপনি বলুন, ন্যাশনাল কন্ফারেন্স ও পিডিপির এই প্রেম কি খাঁটি। আপনাদের উচিত একসঙ্গে নির্বাচনে লড়াই করা। আমার মন্তব্যে ব্যক্তিগত আক্রমণ ছিল না। আপনার দেশপ্রেম নিয়ে কোনও প্রশ্ন তুলছি না।


উল্লেখ্য, সম্প্রতি পিডিপি ফের সরকার গঠনের দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে বিধানসভা ভেঙে দেন রাজ্যের রাজ্যপাল সত্যপাল মালিক। রাজভবন থেকে এক বিবৃতিতে ওই পদক্ষেপ নেওয়ার পেছন তিনটি কারণ উল্লেখ করা হয়। এর মধ্যে ছিল বিপুল টাকা লেনদেনের সম্ভাবনা, কোনও স্থায়ী সরকার গঠন না হওয়ার সম্ভাবনা।