নিজস্ব প্রতিবেদন: মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। পারলে, একমাত্র মোদীই পারেন।    লোকসভা ভোটে এটাই হবে বিজেপির স্লোগান। বালাকোটে হানার পর দেশভক্তির আবেগকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে  গেরুয়া শিবিরের রণকৌশল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২৬/২ -এর পর দেশের রাজনীতিতে একটাই ইস্যু। সার্জিক্যাল স্ট্রাইক 2.0। পুলওয়ামা হামলা। বালাকোটে ভারতের প্রত্যাঘাত। দাবি , পাল্টা দাবি।  লোকসভা ভোটের দিন ঘোষণার ঠিক আগে সব দলের সব নেতার মুখে একটাই কথা এয়ার স্ট্রাইক। পুলওয়ামার জবাব একমাত্র তিনিই দিতে পারেন। বুক ঠুকে সে কথা বলেছেন নরেন্দ্র মোদী। অমিত শাহও স্লোগান তুলেছেন, পাকিস্তানকে জবাব দিতে ফের দরকার, মোদী সরকার।


আরও পড়ুন- পাক জলসীমায় ভারতের সাবমেরিন! ভিডিয়ো ভুয়ো বলল নৌসেনা


সূত্রের খবর, বালাকোট স্ট্রাইকের পর  ভোটের নতুন প্রচার কৌশল তৈরি করছে বিজেপি। সবার আগে থাকছে দেশ প্রেম। পুলওয়ামা বালাকোটের পর দেশভক্তির জোয়ার উঠেছে। টার্গেট সেই আবেগকে ভোটে কাজে লাগানো। সবকা সাথ সবকা বিকাশ- এর সঙ্গে উঠছে দেশভক্তির স্লোগান। এবারও প্রসূন যোশীকে 'দেশভক্তি' নিয়ে থিম সং তৈরি করতে বলা হয়েছে। 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়'। উরির প্রত্যাঘাতে  পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল।  এবার একেবারে পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি নিকেশের দাবি।


আরও পড়ুন- গোপনে জোট করছে কংগ্রেস-বিজেপি, ‘হাত’ না মেলায় বিস্ফোরক কেজরীবাল


পাঁচ বছরের সব কাজ ছাড়িয়ে মোদীর আস্তিনের তাস তাই বালাকোট। সে দিকে তাকিয়ে নতুন স্লোগান । ভোটের দিন ঘোষণার পর তাদের  স্লোগান হতে চলেছে মোদী হ্যায় তো মুমকিন হ্যায়- মোদী থাকলে তবেই সম্ভব। এখন বিজেপি বলছে না মুমকিন অব মুমকিন হ্যায়- অসম্ভব এখন সম্ভব। গত লোকসভা ভোটের আগে পদ্ম শিবিরের স্লোগান ছিল  ঘর ঘর মোদী। হর ঘর মোদী...। ৫ বছর সরকার চালানোর পরেও ভরসা সেই মোদী ম্যাজিকই ।