Tripura: নামলেই তালিবানি কায়দায় আক্রমণ, নিদান BJP বিধায়কের; গ্রেফতারির দাবি TMC-র
অবিলম্বে গ্রেফতারির দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
নিজস্ব প্রতিবেদন: আগরতলা বিমানবন্দরে নামলেই তালিবানি কায়দায় তৃণমূল নেতানেত্রীদের উপরে আক্রমণ করতে হবে। বুধবার এক দলীয় সভায় উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ উঠল বিলোনিয়ার বিজেপি বিধায়ক অরুণ ভৌমিকের (Arun Bhowmik) বিরুদ্ধে। অবিলম্বে গ্রেফতারির দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
বিলোনিয়ায় দলীয় সভায় অরুণ ভৌমিক (Arun Bhowmik) নিদান দিয়েছেন,'এই পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জির উস্কানিতে ২৫ বছর পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিপ্লব দেবের নেতৃত্বে সেই সরকারের উপরে আঘাত করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে আবেদন করব তালিবানি কায়দায় এদের আক্রমণ করতে হবে। এয়ারপোর্টে নামলেই আক্রমণ করতে হবে তাঁদের। প্রতিটি রক্তবিন্দু দিয়ে আমরা বিপ্লব দেবের সরকারকে রক্ষা করব। যাতে এখানে তাঁরা ঘাঁটি গাড়তে না পারে।'
বিজেপি বিধায়কের গ্রেফতারির দাবি তুলেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন,'অবিলম্বে গ্রেফতার করতে হবে। তালিবানি কায়দায় আক্রমণ করতে হবে অর্থাৎ জঙ্গলের রাজত্ব চলছে ত্রিপুরায়। তা প্রতিষ্ঠিত করে দিলেন বিজেপির বিধায়ক। এই হচ্ছে বিজেপি। আগের দিন দিলীপ ঘোষ বলেছিলেন দুটো ঢিল মারলাম তাতে কেঁদে ফেললেন। এসব ছোটবেলায় সিপিএমকে দেখে এসেছি। এসব ছেলেমানুষি করে তৃণমূলকে ঠেকানো যাবে না। পশ্চিমবঙ্গে যাঁরা বড় বড় কথা বলে এই ভাষার ব্যাখ্যা দিন। এরা তালিবান। সকলের সামনে মুখোশ খুলে চলে এল।'
এ দিন নবান্ন সভাঘরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মন্তব্য করেন,'ত্রিপুরায় ডেমোক্রেসির ডি নেই। লোকতন্ত্রের ল নেই। ল অ্যান্ড অর্ডারের ল নেই। অর্ডারও নেই। না আছে ল। একটা গুন্ডাইজম চলছে। ভ্যান্ডালিজম চলছে।'
আরও পড়ুন- পরিকল্পনা বহির্ভূত খরচ, বৈঠকে না থেকেও Mamata-র কোপে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ