নিজস্ব প্রতিবেদন: রাজ্যে নাগরিকত্ব বিরোধী আন্দোলনকারীদের সরাসরি হুমকি দিলেন কর্ণাটকের বিজেপি বিধায়ক সোমশেখর রেড্ডি। তাঁর সাফ কথা, এবার যদি তোমাদের বিরুদ্ধে দেশের সংখ্যাগুরুরা রাস্তায় নামে তাহলে কী হবে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পার্ক স্ট্রিটে চলন্ত বাসে শ্লীলতাহানি, নেমেই কান্নায় ভেঙে পড়লেন তরুণী


শুক্রবার বেল্লারিতে  সোমশেখর বলেন, মনে রেখো তোমরা দেশের জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ। দেশের ৮০ শতাংশই আমরা। একবার ভেবে দেখ, সংখ্যাগুরুরা তোমাদের বিরুদ্ধে যদি রাস্তায় নেমে পড়ে তাহলে কী হবে!


বেঙ্গালুরু দক্ষিণের সংসদ তেজস্বী সুর্য্যর কথাও টেনে আনেন সোমশেখর। তিনি বলেন, তেজস্বী যঠিক বলেছিল। যারা রাস্তায় নেমেছে তারা আসলে পাংচারওয়ালা কিম্বা অশিক্ষিত।  ওদের মন বিষিয়ে দিচ্ছে এরাজ্যের কংগ্রেসীরা।  বেল্লারির বিধায়ক আরও বলেন, রাস্তায় নেমে সরকারের সম্পত্তি ধ্বংস যারা করছে তাদের উত্তরপ্রদেশের মতো এখানেও একই শিক্ষা দেওয়া হবে। যারা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে তাদের গুলি করলে ভালো হয়।



আরও পড়ুন-কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ছুঁল ৪১ হাজার টাকা!


উল্লেখ্য, অন্যান্য রাজ্যের মতো কর্ণাটকেও নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন হয়েছে। বিক্ষোভে গিয়ে গত ১৯ ডিসেম্বর পুলিসের গুলিতে মৃত্যু হয়েছে ২ জনের।  অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কথা টেনে রেড্ডি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ঠিকই বলেছিলেন-এদেশে থাকতে গেলে এদেশের আইনের মেনে থাক। নইলে এদেশ ছেড়ে চলে যাও।