ওয়েব ডেস্ক: ট্র্যাফিক হোম গার্ডকে চড় মেরে বিতর্কে জড়ালেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক শ্রীরাম শোনকার। ওয়ান ওয়ে-তে গাড়ি চালাতে বাধা, রেগে গিয়ে ট্র্যাফিক হোম গার্ডের গালে সপাটে চড় কষান শ্রীরাম শোনকার, যোগী রাজ্যের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন ট্র্যাফিক আধিকারিক প্রেম শঙ্কর শাহী। অবশ্যই পড়ুন- ২০ দিনের দাম্পত্য শেষ হল ২০ বছরের ডিভোর্সে 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"আপনাকে (শ্রীরাম শোনকার) আমি ট্র্যাফিক আইন ভাঙতে দেব না। ওয়ান ওয়ে-তে যেতে পারবেন না আপনি, ঘুরেই আসতে হবে। পাল্টা উনি (শ্রীরাম শোনকার) আমাকে বলেন ৩০০ মিটারের জন্য আমি তিন কিলোমিটারের পথ ঘুরে আসব? আমি তাঁকে অনুরোধ করি সঠিক রাস্তায় যাওয়ার জন্য। এরপরই রেগে গিয়ে হোম গার্ডকে চড় মেরেছেন বিধায়ক শ্রীরাম শোনকার",  বিজেপি বিধায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন ট্র্যাফিক সাব ইনস্পেক্টর এবং মেট্রো ইনচার্জ প্রেম শঙ্কর শাহী। এবিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি অভিযুক্ত বিধায়ক প্রেম শঙ্কর শাহী।