নিজস্ব প্রতিবদেন: ফ্ল্যাট থেকে উদ্ধার বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। হিমাচলপ্রদেশের মান্ডির সাংসদ রাম স্বরূপ শর্মার দিল্লির বাড়ি থেকে বুধবার সকালে তাঁর দেহ উদ্ধার করে পুলিস। সাংসদের বাড়ির এক কর্মচারীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিস।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লি পুলিস সূত্রে খবর, সাংসদের ঘর থেকে রাম স্বরূপ শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। ওই সাংসদের বয়স হয়েছিল ৬৩ বছর। অস্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজতে তৎপর পুলিস। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিস।


 




দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় বিজেপির নেতৃত্বরা। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।  এদিকে শর্মার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বুধবার সকালে নির্ধারিত সংসদীয় পার্টির বৈঠক বাতিল করেছে বিজেপি। 


প্রসঙ্গত, ১৯৫৮ সালে মান্ডি জেলার জলপাহার গ্রামে জন্ম রাম স্বরূপ শর্মার। ২০১৪ সালে প্রথম সাংসদ নির্বাচিত হয়েছিলেন শর্মা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মান্ডি থেকে পুনরায় জেতেন তিনি।


তিনি বিদেশ বিষয়ক স্থায়ী কমিটি এবং বিদেশমন্ত্রকের পরামর্শক কমিটির সদস্য ছিলেন।