জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝে মধ্য়েই বিতর্কিত কথা বলে খবরে শিরোনামে চলে আসেন বিজেপির যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য। তাঁর ওইসব মন্তব্যে রাজনৈতিক তুফান উঠলেও এবার তেজস্বীর বিরুদ্ধে যে অভিযোগ উঠল তাতে বড়সড় কোনও দুর্ঘটনা হতে পারত। এনিয়ে এবার সরব হল তৃণমূল কংগ্রেস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব'? কোচবিহারে গুলি! সংঘর্ষে আহত ২


কী অভিযোগ উঠেছে তেজস্বীর বিরুদ্ধে? ঘটনাটি ঘটে গত ১০ ডিসেম্বর চেন্নাই বিমানবন্দরে। ওইদিন ইন্ডিগোর ফ্লাইট 6E-7339 চেন্নাই থেকে যাওয়ার কথা ছিল তিরুবনন্তপুরম। ওই উড়ানের ইমার্জেন্সি দরজা খুলে দেন এক যাত্রী। সেই সময় বিমানে বোর্ডিং চলছিল। ওই ঘটনার ওই যাত্রী ক্ষমা চেয়ে নেন। নিয়ম মতো ওই ঘটনায় ইন্ডিগো-র লগবুকে তা নথিভুক্ত করা হয়। পাশাপাশি বিমানটির দরজা পরীক্ষা করে দেখেন ইঞ্জিনিয়াররা। ফলে বিমানের উড়ানে অনেকটাই দেরি হয়ে যায়।



এদিকে, ইন্ডিগো কর্তৃপক্ষ ওই ঘটনার কথা জানালেও কে সেই যাত্রী তা প্রকাশ করেনি। তবে ওই বিমানেরই এক যাত্রীর দাবি বিমানের ইমার্জেন্সি দরজা খুলে দিয়েছিলেন তেজস্বী সূর্য। ডিজিটাল মিডিয়া SouthFirst মিডিয়ার এক প্রতিবেদন অনুয়ায়ী, এক যাত্রীর দাবি, বিমানে সব যাত্রী উঠে যাওয়ার পর বিমানে ওঠেন তেজস্বী সূর্য। তাঁর সঙ্গে ছিলেন তামিলনাড়ুর বিজেপি প্রেসিডেন্ট কে আন্নামালাই। তাঁরা বসেন ইমার্জেন্সি দরজার পাশে। দুজনে গল্প শুরু করেন। এইসময় আচমকাই দরজার হ্যান্ডেলে হাত রাখেন তেজস্বী এবং লিভারে চাপ পড়ে য়ায়। তাতেই দরজা খুলে যায়। সেইসময় বিমান রানওয়ের দিকে এগোতে শুরু করেছে।  ওই ঘটনার পরই বিমানটিকে ফিরিয়ে এনে সব যাত্রীদের নামিয়ে বিমানের দরজা পরীক্ষা করা হয়। ফলে ফের বিমান ছাড়তে অনেকটাই দেরি হয়ে যায়। সূত্রের খবর ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তেজস্বী।


এদিকে, তেজস্বীর বিরুদ্ধে ওই অভিযোগ ওঠার পর এনিয়ে বিজেপি সাংসদকে নিশান করল তৃণমূল কংগ্রেস। দলের তরফে এক ট্যুইট করে বলা হয়েছে, বিজেপি সাংসদের ওই দায়িত্বজ্ঞানহীন কাণ্ডের ফলে বহু মানুষের প্রাণ যেতে পারত। প্রত্যক্ষদর্শীর দাবি, ১০ ডিসেম্বর ইন্ডিগোর বিমানের ইমার্জেন্সি দরজা খুলে দেন তেজস্বী সূর্য। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ডিজিসিএ। তার দলও তাকে ছাড় দিয়ে গিয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)