নিজস্ব প্রতিবেদন: সপ্তদশ লোকসভার প্রোটেম স্পিকার হতে চলেছেন বিজেপি সাংসদ ডক্টর বীরেন্দ্র কুমার খাতিক। তিনি মধ্য প্রদেশের তিকমগড় কেন্দ্র থেকে কংগ্রেসের কিরন আহিরওয়ারকে প্রায় ৩ লক্ষের বেশি ভোটে পরাজিত করেন। এ নিয়ে সাত বার লোকসভার সাংসদ হলেন বীরেন্দ্র কুমার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


লোকসভার সাংসদের শপথ পাঠ করাতে মূখ্য ভূমিকা নেন প্রোটেম স্পিকার। তাঁরই নেতৃত্বে সংসদের নিম্ন কক্ষের প্রথম বৈঠক হয়। যতক্ষণ না স্থায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনীত হচ্ছে, প্রোটেম স্পিকারই লোকসভার দায়িত্ব সামলান। উল্লেখ্য, বীরেন্দ্র কুমার ছোটোবেলা থেকেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক (আরএসএস)-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে রাজনৈতিক আন্দোলেন প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন তিনি। জরুরীকালীন সময়ে জেলেও গিয়েছেন বীরেন্দ্র কুমার।


আরও পড়ুন- তীব্র ভর্সতনার মুখে যোগী সরকার, ধৃত সাংবাদিককে দ্রুত মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের


এর পর ১৯৮০ সালে বিজেপি তৈরি হওয়ার পর সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ করেন তিনি। বিভিন্ন সময়ে সরকার ও দলের নানা পদে দায়িত্ব সামলিয়েছেন। বর্তমানে, জেনারেল পারপোস কমিটির সদস্য এবং শ্রম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বীরেন্দ্র কুমার।