নিজস্ব প্রতিবেদন: রোজ গরুর মূত্র পান করেন, তাই এখনও করোনায় আক্রান্ত হননি তিনি। এমনই দাবি করেছেন বিজেপির ভোপালের সাংসদ প্রজ্ঞা ঠাকুর। তাই কোভিড থেকে বাঁচার জন্য তাঁর দাওয়াই গো-মূত্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার একটি দলীয় সভায় তিনি বলেন, ‘‘আমি যদি রোজ দেশি গরুর মূত্র পান করি তাহলে কোভিডে আক্রান্ত ফুসফুসের স্বাস্থ্যও এতে ভাল হয়ে যাবে''। মন্ত্রী বলেন, "আমারও ফুসফুসে সংক্রমণ ঘটেছিল। অনেক যন্ত্রণায় কাটিয়েছি। সেখান থেকে রক্ষা পেয়েছি গো মূত্র খেয়ে। এখন রোজ গোমূত্র পান করি, সেই কারণে করোনার জন্য আর কোনও ওষুধ আমাকে খেতে হয় না। আমার কোনওদিন করোনাও হবে না।” গো-মূত্র হল জীবনদায়ী ওষুধ, মনে করেন প্রজ্ঞা ঠাকুর।


গোমূত্রের প্রতি চিরকালই ভরসা রাখেন সাংসদ। তিনি মনে করেন, গোমূত্রের সঙ্গে গরু থেকে প্রাপ্ত অন্যান্য উপাদান খেলে ক্যানসার থেকেও মুক্তি পাওয়া যায়।