ওয়েব ডেস্ক: মণিপুরে এন বীরেন সিংকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করল BJP। গতবছর কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দেন তিনি। সেই হিসেবে এটা তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম বড় প্রাপ্তি হতে চলেছে। বিধানসভা ভোটে আসন সংখ্যার বিচারে দ্বিতীয় দল হয়েও সরকার গঠনের দাবি জানিয়েছে BJP। তাদের দাবি, NPP, NPF, LJP, তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক এবং এক কংগ্রেস বিধায়কের সমর্থন তাদের সঙ্গে রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন গোয়ায় বিজেপির সরকার গড়া আটকাতে শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টে কংগ্রেস


ফলে ম্যাজিক ফিগারে পৌছে যাচ্ছে তারা। আবার কংগ্রেসও একই দাবি জানিয়েছে। রাজ্যপাল নাজমা হেপাতুল্লা অবশ্য জানিয়েছেন BJP সংখ্যার যে হিসেব দিয়েছে তাতে তিনি সন্তুষ্ট।


আরও পড়ুন  গোয়ার মুখ্যমন্ত্রী পদে আজ শপথ নেবেন মনোহর পারিক্কর