নিজস্ব প্রতিবেদন:  বিরোধী দলনেতা তেজস্বী যাদব ১০ লাখ কর্মসংস্থানের ঘোষণা করেছিলেন। কিন্তু বিজেপি তাদের সঙ্কল্পপত্রে ১৯ লাখ কর্মসংস্থানের কথা ঘোষণা করল। সঙ্গে বিনামূল্যে করোনা টিকার প্রতিশ্রুতি! পরের সপ্তাহেই ভোট বিহারে। তার আগে বিজেপি দারুণ কৌশলী ঘোষণা করে অনেক সুবিধাজনক অবস্থায় চলে গেল বলে মত বিশেষজ্ঞদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি-র তরফে এ-ও জানানো হয়েছে যে, পরবর্তী পাঁচ বছরের জন্য নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন। তেজস্বী কী ভাবে দশ লাখ কাজের ব্যবস্থা করবেন এ নিয়ে বিজেপি-র তরফে অবশ্য যথেষ্ট সমালোচনা করা হয়েছে। আর তার পরই বিজেপি তাদের ইস্তেহারে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিল। 


প্রসঙ্গত বিহারে ২৪৩টি আসনে বিধানসভা ভোট হবে আগামী ২৮ অক্টোবর এবং ৩ ও ৭ নভেম্বরে। নভেম্বরের ১০ তারিখে ভোটের ফল ঘোষণা করা হবে।


আরও পড়ুন: লাদাখের প্রাণঘাতী ঠান্ডায় সেনা মোতায়েন, ভাবছে ভারত!