ওয়েব ডেস্ক: কংগ্রেস পরিবারতন্ত্র ও তোষণের রাজনীতিতে বিশ্বাস করে। দলের জাতীয় কর্ম সমিতির বৈঠকে এভাবেই কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, কয়েকদিন আগেই মার্কিন‌ যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের পরিবারতান্ত্রিক রাজনীতির কথা স্বীকার করে নেন রাহুল গান্ধী। তবে তিনি বলেন, একা কংগ্রেসে পরিবারতান্ত্রিক রাজনীতি জড়িয়ে নেই। দেশের আরও অনেক দলেই রয়েছে। পরিবারতন্ত্রকে সমর্থন করার রাহুল গান্ধীকে একহাত নেন বিজেপি সভাপতি।


অমিত শাহ বলেন, বিজেপি পারফরমেন্সের রাজনীতিতে বিশ্বাস করে। অন্যদিকে, কংগ্রেস বিশ্বাস করে পরিবারতান্ত্রিক ও তোষণের রাজনীতিতে। এভাবে তিনি দেশের মানুষকে অপমান করেছেন বলে অভি‌যোগ বিজেপি নেতার। অমিত শাহ বলেন, রাষ্ট্রপতি কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওইসব জায়গায় পৌঁছেছেন তাদের কাজের মাধ্যমে। তাঁদের পরিবারতন্ত্রে বিশ্বাস রাখতে হয়নি।


মার্কিন ‌যুক্তরাষ্ট্রের বার্কলেতে এক সভায় পরিবারতন্ত্র নিয়ে বলতে গিয়ে রাহুল বলেন, ভারতে সবকটি দলেই পরিবারতন্ত্র একটি সমস্যা। অখিলেশ ‌যাদব, স্ট্যালিন, প্রেম কুমার ধুমল পরিবারতন্ত্রের ফসল। তাহলে আমাকেই কেন নিশানা করা হচ্ছে।


আরও পড়ুন- বাবার পদত্যাগ! ছেলে জানালেন 'তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকব"