নিজস্ব প্রতিবেদন: শিয়রে লোকসভা নির্বাচন। তার আগে প্রচারে কোনওরকম ফাঁক রাখতে চায় না ভারতীয় জনতা পার্টি। তাই নিত্যনতুন প্রচার কৌশলও সামনে আনছে তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কাকভোরে করোল বাগে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ, বাড়ছে মৃতের সংখ্যা


মঙ্গলবার যেমন তাদের তরফে শুরু করা হল নতুন একটি প্রচার পদ্ধতি। যার পোশাকি নাম 'মেরা পরিবার, ভাজপা পরিবার'। এর মাধ্যমে বিজেপি দেশের পাঁচ কোটি বিজেপির পতাকা তুলতে চান দলের নেতারা।



একমাসের এই মেগা ক্যাম্পেন এদিন শুরু হল গুজরাটের আমেদাবাদ থেকে। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বাড়িতে তোলা বিজেপির পতাকা। সাঁটানো হল দলের পদ্ম-প্রতীক।



তবে এই প্রচার পরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন হবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়াম থেকে। সেখানে দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন তিনি। এছাড়া লোকসভা ভোটের প্রচার পরিকল্পনা নিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকও করবেন।



তার আগে দেশবাসীর উদ্দেশ্যে একটি অডিয়ো বার্তা দিয়েছেন অমিত শাহ। জানিয়েছেন, মোদী সরকারকে আবার জেতাতে বাড়িতে বিজেপির পতাকা তুলুন। তার সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। সেঙ্গে লিখুন #মেরাপরিবারভাজপাপরিবার।


আরও পড়ুন: নাগরিকত্ব বিলের প্রতিবাদ! ভারতরত্ন সম্মান গ্রহন করবে না ভূপেন হাজারিকার পরিবার


এই প্রচার একমাস ধরে চলবে। মোট চারটে ভাগে চলবে এই প্রচার। শেষ হবে মার্চের ২ তারিখ।