কাকভোরে করোল বাগে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ, বাড়ছে মৃতের সংখ্যা
মারণ ঝাঁপে শিশু সহ ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ভোরের আলো ফোটার আগেই জ্বলে উঠল দিল্লির করোল বাগের হোটেল অর্পিত প্যালেস। চার তলা এই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ২৭টি ইঞ্জিন।
Delhi: Earlier visuals from Hotel Arpit Palace in Karol Bagh where a fire broke out today. Firefighting and rescue operations underway. More details awaited. pic.twitter.com/l6Jd1pJpM6
— ANI (@ANI) February 12, 2019
আগুনের আতঙ্কে প্রাণ বাঁচাতে চার তলা থেকে ঝাঁপ দিতে দেখা যায় তিন জনকে। মারণ ঝাঁপে শিশু সহ ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। সূত্রের খবর, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Spot visuals: 9 dead in the fire that broke out in Hotel Arpit Palace in Karol Bagh, earlier today. Rescue operation still underway. #Delhi pic.twitter.com/F2KNcozrZK
— ANI (@ANI) February 12, 2019
আহত হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে সর্ট-সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে দমকল আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন - নাগরিকত্ব বিলের প্রতিবাদ! ভারতরত্ন সম্মান গ্রহন করবে না ভূপেন হাজারিকার পরিবার