নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের পুর নির্বাচনে ভালো ফলের দিকে এগোচ্ছে বিজেপি। জঙ্গি অধ্যুষিত দক্ষিণ কাশ্মীরের ৪ জেলায় বিপুল জয় পেল গেরুয়া শিবির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার জম্মু ও কাশ্মীরের পুর ভোটে নির্বাচনের গণনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দক্ষিণ কাশ্মীরের ১৫২টি ওয়ার্ডের মধ্যে ৫৩টিতে জয়লাভ করেছে বিজেপি। কুলগাম, অনন্তনাগ, পুলওয়ামা ও শোপিয়ানের ২০টি পুরসভায় জয়ী হয়েছে বিজেপি।


আরও পড়ুন-ট্রেনের গতি ছিল স্বাভাবিক, লাইনে বসে থাকা উচিত হয়নি: সাফাই রেলের


দক্ষিণ কাশ্মীরে এখনও পর্যন্ত ৯৮ আসনের ফল ঘোষণা হয়েছে। কংগ্রসের দখলে গিয়েছে ২৮টি আসন। এর ফলে কংগ্রেস কমপক্ষে ৩ পুরসভা দখল করতে পারবে।


সোপিয়ানে ১২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছে। জেলার ৫টি ওয়ার্ডে কোনও মনোনয়নই জমা পড়েনি। কংগ্রেসের শক্ত ঘাঁটি দেভসার পুরসভাও দখল করেছে বিজেপি। কাজিগুন্দ পুরসভাও দখল করেছে বিজেপি। পুরসভায় ৭টি ওয়ার্ডের মধ্যে ৪টিতে জয়লাভ করেছে গেরুয়া শিবির। বাকি ৩ আসনে কোনও মনোনয়ন জমা পড়েনি।


অন্যদিকে, পহেলগাঁও পুরসভার ১৩ আসনের মধ্যে ৭ আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছে বিজেপি। বাকি ৬ আসনে কোনও মনোনয়ন জমা পড়েনি। পাশাপাশি অবশ্য ভিন্ন ছবি দুরু পুরসভায়। সেখানে ১৭ আসনের মধ্যে ১৪ আসনেই জয়লাভ করেছে কংগ্রেস। বিজেপি জিতেছে মাত্র ২টি আসনে।


আরও পড়ুন-আগামী সপ্তাহেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, জারি হল আশঙ্কার পূর্বাভাস


কোকেরনাগ পুরসভাতেও ভালো ফল করেছে কংগ্রসে। সেখানে ৮ আসনের মধ্যে ৬ আসনেই জয়ী হয়েছে কংগ্রেস। ইয়ারিপোরা পুরসভায় ৩ আসনেই জয়ী কংগ্রেস। বাকি তিন আসনে কোনও ভোট হয়নি। বাদগাম পুরসভাতেও ৬ আসনে জয়ী হয়েছে কংগ্রেস।


দক্ষণ কাশ্মীরের অনন্তনাগ ও মাতান পুরসভার কয়েকটি আসনে ভোট গণনা চলছে। শনিবার সন্ধ্যার দিকে ওইসব আসনের ফলাফল প্রকাশিত হতে পারে।


উল্লেখ্য, রাজ্যের ৫২টি পুরসভায় ৪ দফায় ভোটগ্রহণ করা হয়েছে। লড়াইয়ের ময়দানে রয়েছেন ৩০০০ প্রার্থী। ২০০৫ সালের পর ফের পুরসভা নির্বাচনের ভোটগ্রাহণ করা হল রাজ্যে।